বুধবার ১৩ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
শ্যামশ্রী সাহা | ২৫ আগস্ট ২০২৪ ০৯ : ৫৪Snigdha Dey
ধারাবাহিক দিয়ে শুরু, কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, নাসিরুদ্দিন শাহ, নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গেও। ইন্ডাস্ট্রিকে ঠিক কতটা চিনলেন? অকপট অমৃতা চট্টোপাধ্যায়, শুনলেন শ্যামশ্রী সাহা
খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা তাই জিজ্ঞেস করতে পারছি না কেমন আছেন?
সত্যিই তাই। সবাইকে ব্যক্তিগতভাবে নাড়া দিয়েছে। আজ ফিল্ম ফেটারনিটির প্রতিবাদ মিছিল ছিল। মিছিলে সাধারণ মানুষও যোগ দিয়েছেন। যে উবারে করে টেকনিশিয়ান যাচ্ছিলাম, সেই উবার চালককেও আতঙ্কিত দেখলাম।
‘নলিনীকান্ত’-২ এর ট্রেলার দেখে সবাই কী বলছেন?
খুব ভাল। বাণিজ্যসফল ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ভাগ এলে আগ্রহ থাকেই। ট্রেলারটা এত ভাল হয়েছে, অনেকে সেটা দেখেই বোঝার চেষ্টা করছেন গল্পটা কী, কে ক্রিমিনাল। কিছু ফিডব্যাক তো বেশ অদ্ভুত। কলকাতার বাইরের দু’জন পরিচালকের থেকেও ইন্টারেস্টিং ফিডব্যাক পেয়েছি।
এই চরিত্রটা করতে রাজি হলেন কেন?
বরাবরই ভাল কাজ করার চেষ্টা করেছি। স্ক্রিপ্ট পড়ে মনে হয়েছিল চরিত্রটার অনেকগুলো শেড আছে। বেশ কঠিন চরিত্র। খুব সুন্দরভাবে লেখা হয়েছে। অভিনয় করার সুযোগ আছে। শমীকদার পরিচালনা ভাল লাগে। আমার সহ অভিনেতারাও বেশ বলিষ্ঠ।
‘নলিনীকান্ত’ তো প্রশ্ন করে জেরবার করে দিয়েছে?
(হাসি) অনেক কিছুই বলতে ইচ্ছে করছে বলতে পারছি না। বললেই স্পয়লার হয়ে যাবে। রজতাভদার সঙ্গে অনেক সিন আছে। কয়েকটা বেশ মজার। মনে হয়ে দর্শকদেরও ভাল লাগবে।
আপনি বেশ সাহসী নেগেটিভ, পজিটিভ, গ্রে ক্যারেক্টার নিয়ে কোনও ছুৎমার্গ নেই, ‘মিসেস আন্ডারকভার’-এ খুব ছোট একটা চরিত্রে আপনাকে দেখা গিয়েছে
খুব কঠিন প্রশ্ন। অভিনেতা হিসাবে আমি বেশ লোভী। ভাল চরিত্র যত ছোটই হোক না কেন, যদি গল্পে তার ইমপ্যাক্ট থাকে, আমি করি। ‘মিসেস আন্ডারকভার’-এর ব্যাপারটা অন্যরকম। আবিরদার (সেনগুপ্ত) সঙ্গে খুব ভাল সম্পর্ক। অনেকদিন থেকেই কাজ করার কথা চলছিল। হয়ে উঠছিল না। উনি বললেন, “কলকাতায় একটা শুট করছি, আমি চাই তুমি থাক।’’ অনেকটা বন্ধুকৃত্য করতে গিয়েই কাজটা করা। এই চরিত্রটা ছবির প্রথম দশ মিনিটে আছে কিন্তু ইমপ্যাক্ট পুরো ছবিটাতেই। একটা ঘটনার কথা বলি?
বলুন না
নাম করতে পাবর না, কলকাতার বিখ্যাত এক পরিচালকের ছবিতে কাজের সুযোগ এসেছিল। ১৭ টা সিন ছিল। কিন্তু একটা সিনেও চরিত্রটার কিছু করার ছিল না। ছবিটা করিনি। চরিত্র যত ছোটই হোক না কেন, তার ইমপ্যাক্ট থাকতে হবে। এদিক থেকে আমাকে সাহসী বলাই যায়।
ছোটবেলা থেকে ভাল গান করেন, নাচেও পারদর্শী, ভাল আঁকতে পারেন, সোশিওলজিতে ভাল রেজাল্ট। অভিনয়ে এলেন কেন?
গান, নাচ, ছবি আঁকা, ছুটির দিনে বাবার সঙ্গে নাটক দেখতে বা ছবি দেখতে যাওয়া এই সবকিছুর মধ্যেই আমার বেড়ে ওঠা। বাবা চলচ্চিত্র জগতের সাংবাদিক ( অলোকপ্রসাদ চট্টোপাধ্যায়) রিভিউয়ের জন্য ছবি বা নাটক দেখতে যেতেন, আমিও যেতাম। পারিপার্শ্বিক কারণেই অভিনয়টা মাথায় ছিল। ৯-৫ টার চাকরিজীবন চাইনি।
সেই সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অফার?
গ্র্যাজুয়েশনের সময় একটা প্রোজেক্ট নিয়ে বুম্বাদার কাছে গিয়েছিলাম, উনি কন্ট্যাক্ট নাম্বার রেখে যেতে বলেছিলেন। মাস্টর্স করছি, তখন ‘কনকাঞ্জলি’র জন্য প্রোডাকশন হাউজ থেকে ফোন আসে। বেশ কয়েকটা অডিশনের পর ছোটবোনের চরিত্রের জন্য সিলেক্ট হই।
প্রায় দশ বছর আছেন ইন্ডাস্ট্রিতে ভাল কাজ পেতে গেলে কী করতে হয়, কিছু বুঝলেন?
এটা তো আমিও জানতে চাই। ইন্ডাস্ট্রিকে বুঝতে অনেকটা সময় লেগেছে। কাজ করতে গেলে যে অ্যাপ্রোচ করতে হয়, এটা অনেক পরে বুঝেছি। কাজ দেখলেই অফার আসতে শুরু করবে, একসময় এভাবেই ভাবতাম। বেশ বোকা ছিলাম। পরে বুঝেছি, কাজ পেতে হলে কাজ চাইতে হবে। যদিও আমাকে সেটা করতে হয়নি।
খুব কম সময়েই সৌমিত্র চট্টোপাধ্যায়, নাসিরুদ্দিন শাহ, নওয়াজউদ্দিন সিদ্দিকিকে সহ-অভিনেতা হিসাবে পেয়েছেন, কী শিখলেন?
ডেডিকেশন। সহ অভিনেতাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। আমার মনে আছে একটা আদিবাসি বাচ্চা ছিল ছবিতে ও ইংরাজি পড়তে পারতো না। নাসিরুদ্দিন স্যর স্ক্রিপ্ট নিয়ে বাচ্চাটিকে রিহার্সাল করিয়েছিলেন।
আপনার প্রথম ছবি ‘আনোয়ার কা আজীব কিসসা’ মুক্তি পায়নি, খারাপ লেগেছিল নিশ্চয়ই?
খুব খারাপ লেগেছিল। তখন আমি মাস্টার্স করছি। চারদিন সময় বের করে শুট করেছিলাম। পুরোটাই ছিল স্বপ্নের মতো। এত বড় বড় নাম জড়িয়ে ছিল ছবিটার সঙ্গে। হাই এক্সপেক্টেশন ছিল। ছবিটা ঠিক সময়ে রিলিজ করলে হয়তো আমার কেরিয়ারগ্রাফটাও অন্যরকম হত।
ধারাবাহিক থেকে শুরু, পরে আর ধারাবাহিকে ফেরার ইচ্ছে হয় নি?
ধারাবাহিকে কাজ করে পড়াশোনাটা বেশ চাপের ছিল। এখনও সব চ্যানেল থেকেই অফার পাই। ধারাবাহিকে টাকাও অনেক বেশি। কিন্তু দীর্ঘ সময় ধরে একটা কাজ, একটা চরিত্রে আটকে থাকতে চাই না। ফাইনাইট টেলিভিশন সিরিজের অফার এলে নিশ্চয়ই করব।
স্ট্রাগল করে এগোচ্ছেন খারাপ অভিজ্ঞতাও আছে নিশ্চয়ই?
থাকবে না? একদম আছে। দু’টো কাজের সুযোগ এসেছিল, ডেট লক, অ্যাডভান্স সব নেওয়া হয়ে গিয়েছে। কাজটা হয়নি। অথচ ওই কাজের জন্য বেশ কিছু কাজ ছাড়তেও হয়েছে। খুব ডিপ্রেসড লাগে তখন। এটাও ঠিক এই প্রফেশনটাই অনিশ্চিত।
‘চাবিওয়ালা’র জন্য ‘বেস্ট ফিমেল অ্যাকট্রেস-এর অ্যাওয়ার্ড কতটা এগিয়ে দিল?
খুবই অপ্রত্যাশিত। অভিনেত্রী হিসাবে প্রথম পুরষ্কার। খুবই স্পেশাল।
শুনেছি আপনার খুব ট্যানট্রমস, গুঞ্জন...
আমি ইনট্রোভার্ট। খুব তাড়াতাড়ি সবার সঙ্গে মিশতে পারি না। তাই হয়তো এরকম মনে হয়েছে।
ইন্ডাস্ট্রিকে কতটা চিনলেন?
বাবারে! আমাকে তো এখনও শুনতে্ হয় ‘তোমাকে তো আর্ট ফিল্মেই বেশি দেখা যায়।‘ এখন এই আর্ট ফিল্ম, কমার্শিয়াল ছবির ধারাটাই মিশে গিয়েছে। সবাই ভাল কিছু করার চেষ্টা করছেন। ডিরেক্টররাও এক্সপেরিমেন্ট করছেন।
আপনি বেশ সুন্দরী, গ্ল্যামারাস অথচ পর্দায় ডি -গ্ল্যামারাইজড লুকেই বেশি দেখা যায়?
একদিকে ভাল কম মেকআপ করতে হয়। (হাসি)
কখনও মনে হয়েছে এখনও পছন্দের চরিত্রে কাজ করা হয়নি?
টাইপকাস্ট হইনি। তবে স্বপ্ন তো থাকেই।
#amrita chatterjee#bengali actress#tollywood#entertainment news#bengali news#exclusive interview
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বাবার সঙ্গে ঝগড়াটা শেষ হয়ে গেল, ভাবটা থাকল', মনোজ মিত্রকে শেষযাত্রায় বিদায় কন্যার ...
এক পলকে ১০০ পর্ব পাড় দীপ্তেশ-নীলার, শুটিংয়ের ফাঁকে কেমনভাবে হল সেলিব্রেশন?...
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টের অভিযোগ, বড়সড় বিপাকে রামগোপাল বর্মা...
‘সৎপাত্র’-এর প্রশংসা এবার বিদ্যার মুখে! তাল মেলালেন রাজেশ শর্মাও ...
‘কপ ইউনিভার্স’-এর নয়া ছবির ঘোষণা রোহিত শেঠির, দায়িত্ব সামলাবেন ‘লেডি সিংহম’! ...
গুজরাট উড়ে যাওয়ার আগে আচমকা ক্যামরাবন্দি অক্ষয়-সুনীল-পরেশ, চুপিসাড়ে শুরু 'হেরা ফেরি ৩'-এর শুটিং?...
সানি দেওলের নায়িকা হতে চান শালিনী পাসি? মনের সুপ্ত বাসনা ফাঁস করলেন নিজের মুখেই ...
রণবীর নয়, ফের ‘শক্তিমান’ হিসাবে বড়পর্দায় ৬৬-র মুকেশ খান্না? নতুন ভিডিও দেখে হাঁ নেটপাড়া! ...
আসছে ‘মাসুম ২’, কে কে থাকছেন মাসুম-এর সিক্যুয়েলে? বড় ঘোষণা পরিচালক শেখর কাপুরের...
বিয়ের মরশুমে সানাই বাজল টলিপাড়ায়! প্রেমিকের সঙ্গে বাগদাদ পাকা করলেন কোন নায়িকা? ...
বিয়ের আসরে এসে পৌঁছল না বর! শুভদিনে কপাল পুড়ল টলিপাড়ার কোন নায়িকার?...
বিতর্ক, ঝামেলা ছুঁতে পারবে না স্রেফ এই একটি কাজটি করলে! হদিস দিলেন অক্ষয়...
'পুষ্পা'র জন্য জাতীয় পুরস্কার পেতে কেন মরিয়া ছিলেন অল্লু অর্জুন? নেপথ্যে রয়েছে স্রেফ একটি কারণ!...
দেওলরা ঠিক কতটা গোঁড়া? পরিবারের মেয়েদের উপর কোন নিষেধাজ্ঞা জারি রয়েছে? বিস্ফোরক অভয় দেওল!...
লাস্যময়ী হয়ে উঠছে মেয়ে! মেনে নিতে পারেননি প্রিয়াঙ্কার মা, বকুনি দিয়ে কী বলেছিলেন?...